Pages

Sunday, February 25, 2024

রাজনগরের মুন্সীবাজারে ছুরিকাঘাতে সিএনজি ড্রাইভার নিহত।



আজ ২৫ফেব্রুয়ারী পবিত্র শব ই বরাত।ইসলাম ধর্মের মানুষের জন্যে একটি মহা পবিত্র দিন।আজকের দিনে ঘটলো হত্যার মতো ঘৃনিত কর্মকান্ড।

 রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারের উত্তর বাজার সিএনজি ষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির নিয়ে ছুরিকাঘাতে ছওয়াবী নামক এক সিএনজির ড্রাইবের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক ছওয়াব আলীকে  ছুরিকাঘাত করে সোনাটিকী গ্রামের সাবেক মেম্বার সৈয়দ মনাফ আলী (গেদু) মিয়ার ছেলে কুহিনির।

ছুয়াব আলী  মুন্সীবাজারের গয়াসপুর গ্রামের এক দিন দরিদ্র পরিবারের সন্তান। সে সিএনজি চালিয়ে পরিবার নিবাহ করতো। ছুয়াব আলী মুন্সীবাজার খুবই পরিচিত মুখ। সে সভার সাথে মিলে মিশে চলাপেরা করতো। এ নিয়ে মুন্সীবাজার সিএনজি এসোসিয়েশন মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছওয়াব আলীর বয়স অনুমানিক ৪২/৪৩ হবে।  ঘাতকের চুরিকাঘাতে ঘটনাস্থলে তার অবস্থা বেগতিক ছিল। হাসপাতালে নেওয়ার পথেই সে নিহত হয় বলে জানা যায়। তার অকাল মৃত্যুতে এমন নেক্কারজনক ঘটনায়  শোকাহত মুন্সীবাজারের সাধারন মানুষ। মুন্সীবাজার সিএনজি চালক মালিক সমিতি এ ঘটনার তির্ব নিন্দা ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। 

মুন্সী বাজার সিএনজি চালক সমিতি আগামীকাল সন্ধায় প্রতিবাদ সভার আয়োজন করেছে। 


Thursday, February 22, 2024

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলা ভাংচুর ও হাত ভাংলো শিশুর।



মৌলভীবাজার প্রতিনিধি : 

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় গত ১৭ ফ্রেব্রুয়ারী মৌলভীবাজার মডেল থানায়  মোঃ রাসেল (৩৭), পিতা-মৃত তৈয়ব মিয়া, সাং-জগন্নাথপুর, (১১নং ইউপি), থানা ও জেলা-মৌলভীবাজার বাদী হয়ে এলাকার জলিল মিয়া, ছামাদ মিয়া,শাহিদ মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন  গত ১৭/০২/২০২৪ ইং সকাল অনুমান ০৭.০০ ঘটিকা এবং একই তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিবাদীরা তার স্ত্রী রুবি বেগম এর যোগাযোগ সাজস ও পরামর্শক্রমে ঘটনার সময় ও তারিখে বাড়িঘরে হামলা ভাংচুর,লুটপাট করা হয়। তিনি আরো উল্লেখ করেন  বিবাদীরা মিলে তাহার বসত ঘরের ষ্টীলের আলমিরার ভিতর থেকে নগদ ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ৩ ভরি ওজনের স্বর্নালংকার যাহার মূল্য অনুমান ২,৪০,০০০/=টাকা চুরি করিয়া নিয়া  এবং তাহার বসত ঘরের বেলকুনির গ্লাস সহ বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করিয়া অনুমান ২০০০০/=টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মৃত তাজুল ইসলাম তজা এর পুত্র মিনহাজ মিয়ার বাম হাত ভেঙে যায়।  শিশুটি কেদে কেদে বলে আমি কি দোষ করলাম আমার হাত ভেঙে দিলো এরা সামনে আমার ক্লাস পরিক্ষা। 


এব্যপারে মৌলভীবাজার সদর মডেল  থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, আমরা এইঘটনার বিষয়টি তদন্ত করে দেখতেছি।

Sunday, February 4, 2024

রাজনগরে হাজী তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা ও বৃত্তি প্রদান করা হয়েছে




মৌলভীবাজারের রাজনগরে মরহুম হাজী তফুর মিয়া স্মৃতি স্মরণে গঠিত তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি মাসের ন্যায় ধারাবাহিক বিনামূল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে সিলেট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ধারা এলাকার পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে ।


শনিবার ( ৩ জানুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জগন্নাথপুর হাজী আব্দুস ছমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রধান করেন ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো, ডাক্তার সিদ্ধার্থ সংকর দত্ত , ডাক্তার ফাদিলা আহমেদ তিন্নি ও ডাঃ পার্থ সারথি দাস প্রমুখ।

এ উপলক্ষে তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো। তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ইউকে প্রবাসী লুৎফা বেগম মিয়া, বাছিদুর রহমান আনার, তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এম খছরু চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী শহিদুল ইসলাম রিপন, তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনে যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন রাজা প্রমুখ।


সভাপতির বক্তব্যে তফুর মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সহ- সভাপতি বলেন, এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিমাসে অসহায় দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আমরা চিকিৎসা সেবায় বড় ধরনের সহায়তা করার পরিকল্পনা রয়েছে।


এসময় চিকিৎসা সেবা নিতে আসা ৫০০ জন রোগীকে বিনামূলে চিকিৎসা সেবাসহ প্রযয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এবং এলাকার মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়।

Thursday, February 1, 2024

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামিলীগ মনোয়ন দিবে ৪৮জন ।


 আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত ৫০ আসনের মধ্য ৪৮ জনকে মনোনয়ন দিবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।


বুধবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের চিঠির মাধ্যমে এই তথ্য জানান তিনি । 


এরপর সাংবাদিকদের আবু সাইদ স্বপন বলেন, "স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগ তাদের ও স্বতন্ত্র মিলে ৫০ আসনের মধ্য ৪৮ আসনে প্রার্থী দিবে। 


আবু সাইদ স্বপন বলেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন।