Pages

Tuesday, September 24, 2024

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


নিউজ ডেস্ক :


মৌলভীবাজারের রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।


সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় রাজনগর থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগরের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ১৮ সেপ্টেম্বর রাজনগর থানায় যোগদান করেছি, যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছি, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে নিয়ে সক্রিয় ভাবে মাঠে কাজ করছি। রাজনগর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পুলিশ,  সাংবাদিক ও জনগণ মিলে কাজ করলে সমাজ থেকে  সব ধরনের অপরাধ কমে যাবে। এছাড়াও তিনি বলেন, রাজনগর থানা দালালমুক্ত থাকবে এবং সেবাপ্রার্থীরা থানায় স্মার্ট পুলিশিং সেবা পাবে । এ সময় উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক বিকাশ দাশ, সদস্য সচিব মোঃ মোস্তাফা বকস সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগর থানায় যোগদানের পূর্বে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিআইডিসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার সন্তান।

No comments:

Post a Comment