Pages

Thursday, September 26, 2024

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।



নিউজ ডেস্ক :

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখার উদ্যোগে ৮টি ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


(২৬সেপ্টেম্বর) বৃহস্পতিবার  বিকাল ৩টায় রাজনগর কলেজ পয়েন্টে  গালফ সেন্টারে শাখা সভাপতি মাও ওলিদ আহমদের সভাপতিত্বে এবং মাও: এনামুল হক ও মাও:কাউসার আহমদের যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 কর্মী সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, প্রধান বক্তা ছিলেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও: আহমদ বিলাল,

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি মাওঃ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ নুরুল মুত্তাক্বীন জুনাইদ,ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রমূখ। 


হাজারো কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন দেশের ক্লান্তীলগ্নে যেভাবে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস জনগণের পক্ষে কাজ করেছে ঠিক তেমনই সর্বসময়ে কাজকে আরো বেগবান করে এগিয়ে যেতে হবে। তিনি আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

No comments:

Post a Comment