Pages

Thursday, October 24, 2024

রাজনগরে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত



রাজনগর প্রতিনিধি: 


মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাসের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে অত্র ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


বৃহস্পতিবার (২৪অক্টোবর) বেলা ৫ঘটিকায় স্থানীয় মোকামবাজারে মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন এর সমালোচিত চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাসের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল এর আয়োজন করে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

বিক্ষোভ মিছিল শেষে সভায় বিক্ষোভকারীদের দাবি , রাজনগর উপজেলার ০১নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সদস্য নকুল চন্দ্র দাসকে রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগে গত ২৪ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে রীট পিটিশিন করে আবারো পদ ফিরে পান। 

তারা আরো বলেন, দুর্নীতির দায়ে অপসারিত এই চেয়ারম্যান  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও তাদের নেতৃত্বে ছিলেন।


ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন,আব্দুন নুর, ছালেক উদ্দিন মাসুক,শুকুর আলী,সামছুদ্দীন সামছ, আমির আলী,টিটু মিয়া, মোহাম্মদ আলী,ছয়ফুল আলম সুহেল,পংকি মিয়া,রেজবান মিয়া,লয়লুছ মিয়া,বাবুল মিয়া সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল এর বিভিন্ন নেতৃবৃন্দ।

Tuesday, October 15, 2024

রাজনগরে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯%, আলীমে ৯৩.৪০% ও কারিগরিতে ৮৮.০৯%




 রাজনগর (মৌলভীবাজার) 

মঙ্গলবার (১৫অক্টোবর) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হয়েছে। মৌলভীবাজার জেলাধীন রাজনগরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৮জন ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় ২জন।


এইচএসসিতে উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৯৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭১২জন। আলিমে ২টি প্রতিষ্ঠান থেকে ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন পাশ করেছে। কারিগরিতে ১টি প্রতিষ্ঠান থেকে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪২জন পাশ করেছে।


সিলেট বোর্ডে এইচএসসিতে রাজনগরে শীর্ষে রয়েছে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১০১জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩জন পাস করেছে।জিপিএ-৫ পেয়েছে৩জন। পাসের হার ৯২.০৭%। অপরদিকে মাদ্রাসা বোর্ডে আলীম পরীক্ষায় শীর্ষে রয়েছে মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা। ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ১০০%।


রাজনগর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলম বলেন, এবারের ২০২৪ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজনগর উপজেলা আশাতীত সফলতা অর্জন করেছে। আগামীতে যাতে করে পাশের হার শতভাগ নিশ্চিত হয় সে লক্ষেই প্রত্যেকটি বিদ্যালয় ও কলেজের সাথে সমন্বয় করে কাজ করে যাবো। 


তিনি আরো জানান,রাজনগর ডিগ্রি কলেজ থেকে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৭৮.৬৫%। 


মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৭৫.৯৫%। 


তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩জন। পাসের হার ৯২.০৭%। 


এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় রাজনগর উপজেলায় মশরিয়া ইমদাদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২৫জন। জিপিএ ৫ পেয়েছে ২জন। পাসের হার ১০০%।


রাজনগর দারুচ্ছুন্নাহ ফাযিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪২ জন। জিপিএ ৫ পেয়েছে ২জন। পাসের হার ৯৫.৪৫%।


রাজনগর উপজেলায় কারিগরিতে রাজনগর ডিগ্রি কলেজ থেকে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে। পাসের হার ৫৪.৫৪%।

Sunday, October 13, 2024

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১।



নিউজ ডেস্ক:   মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামে একজন নিহত হয়েছে। এ সময় দুইজন গুরুত্বর  আহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফখরুল মিয়া আগিহউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরা নিয়ে কেন্দ্র করে কথাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুত্বর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে নিয়ে আসলে কর্তব্যতর চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো: মাহবুবুর রহমান মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Friday, October 11, 2024

আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান মৌলভীবাজার পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।




নিউজ ডেস্ক 

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  সিলেট বিভাগীয় উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। 


বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) বিকাল থেকে জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের দায়িত্বে থাকা কমিটির সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনসার ও ভিডিপি সিলেট বিভাগীয় অফিসের উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান। 

এসময় তিনি পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে মোটিভেশনসহ আনসার সদস্যদের ডিউটির মান পর্যবেক্ষন করেন এবং দুর্গাপূজায় পূজান্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


পূজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফরিদ রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থরের আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ । 

প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এবার দুই দিন আগে থেকেই পূজার নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।


উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬টি দুর্গা পূজাম-পে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৬ হাজার ২২৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

Thursday, October 10, 2024

রাজনগরে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও একজন আটক




নিউজ ডেস্ক 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ০৭নং কামারচাক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমন এর ব্যবসায়িক গোদাম থেকে ২৩১ বস্তা ভারতীয়  চিনি উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) ১.২০ ঘটিকায় রাজনগর থানা পুলিশের অভিযানে রাজনগর উপজেলা কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান এর ব্যবসায়িক গোদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনিসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।


রাজনগর থানা অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, আমার সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানাধীন ০৭নং কামারচাক ইউপিস্থ তারাপাশা বাজারস্থ ০৭নং কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এর ব্যবসায়িক অফিসে অভিযান পরিচালনা করে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে মো: মছকন মিয়া পিতা: মৃত সুজন উল্ল্যা, গ্রাম- ইব্রাহীমপুর,০৬নং টেংরা ইউপি, থানা- রাজনগর, জেলা–মৌলভীবাজারকে গ্রেফতার করা হয় এবং বর্তমান চেয়ারম্যান মো: আতাউর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটকৃত আসামী ও পলাতক আসামীদের রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আটককৃত  আসামীকে যথাযথ পুলিশ প্রহড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ইউপি চেয়ারম্যান সহ বাকি আসামিদেরকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।

Tuesday, October 8, 2024

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদার।



সঞ্জয় মালাকার- 

ইতিমধ্যেই শুরু হয়েছে হিন্দু ধর্মের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার আয়োজন, আড়ম্বর।

পুজা উপলক্ষে অনেকে হাটে বাজারে কেণাকাটায় ব্যস্ত।কেউ মন্দির সাজাতে,প্রতিমা বানাতে।এরই মধ্যে সব চাইতে বেশি ব্যস্ত তারা এই চিন্তায় যে, দেশের বর্তমান পরিস্থিতিতে আদৌ কি তারা শান্তিপূর্ণ ভাবে করতে পারবে মায়ের পুজা।

এই যখন পরিস্থিতি তখন হাটে বাজারে, পুন্ডা মন্ডবে নিয়মিত টহলে ব্যস্ত বাংলাদেশ সেনাবাহিনী র টিম।

৭অক্টোবর (সোমবার)  রাজনগর উপজেলার  একটি মন্দির পরিদর্শনে দেখা হয় বাহিনীর একটি টিমের সাথে।

কথা বলে জানা যায় উনারা হাইকমান্ডের  নির্দেশে ২৪ঘন্টা টিম ওয়ারী বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করছেন।শুধু মন্দির নয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যাতে সাধারণ জনতা ভীত না হয় সেজন্যে তারা হাটে বাজারে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলাতে নিয়োমিত টহল দিচ্ছেন। 

সেনাসদস্য জিয়া বলেন,দেশ রক্ষার জন্যে দেশের মানুষ,দেশের সংস্কৃতি রক্ষার জন্য আমরা সর্বদা সজাগ আছি।যেকোন পরিস্থিতিতে যাতে পুজা মান্ডবের সদস্যরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখেন তিনি সেই কথা বলেন।তিনি আরো বলেন আমরা সহজ যোগাযোগের জন্যে প্রতিটি মন্দিরে আমাদের জরুরি নাম্বার গুলা ইতিমধ্যে পৌছি দিয়েছি।

উল্লেখ্য, রাজনগর উপজেলার সকল হাটবাজার, পুজা মন্দির পরিদর্শন ও নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর ২০প্লাটুন সৈন্য নিয়োজিত আছেন।তারা ২৪ঘন্টা সৃঙ্খলা রক্ষায় ২৪ঘন্টা টহলে রয়েছেন।

সেনাসদস্য রা বলেন গুজবে,হুজুগে,আতঙ্কিত না হয়ে যেন স্বাভাবিক ভাবে পুজা করেন সকল হিন্দু জনগন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।


Wednesday, October 2, 2024

প্রবাসী আব্দুল খালিক তালুকদার স্মরণে শোক সভা।





নিউজ ডেস্ক 

যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন প্রবাসি বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপ্টমেন্ট ট্রাষ্ট ইউকের প্রতিষ্টাকালিন সাবেক সভাপতি যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি  নেতা ও শিক্ষা অনুরাগী দানবীর  মরহুম আব্দুল খালিক তালুকদার  স্বরনে শোক সভা ও দোয়া মহফিল  (১ অক্টোবর) মঙ্গলবার লন্ডনের একটি হলে অনুষ্টিত হয়েছে।


সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর  ইউনিয়ন  ডেভেলপমেন্ট  ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব  মোতাহির আলী ( সোহেলের) সভাপতিত্বে  ও সাদারন সম্পাদক সেলিম আহমদ (লুদুর) সঞ্চালনায়  এবং মাওলানা  শাহানুর আহমেদর পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্টিত স্বরন সভায় মরহুমের  স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ ব্যাক্তিত্ব হাজি আপ্তাব আলী, বালাগঞ্জ ওসমানী  নগর এডুকেশন ট্রাষ্টের সাবেক সিনিয়র সহসভাপতি হাজি জয়নাল আবদিন বালাগঞ্জ-ওসমানী  নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি  আনহার মিয়া বালাগঞ্জ ওসমানী  নগর সমিতির সাবেক সভাপতি  আব্দুল গফুর, বালাগঞ্জ ওসমানী  নগর সমিতির সাবেক সভাপতি  নুর আলী,  সাবেক সভাপতি অধক্ষ্য মাসুদ আহমদ,   সাবেক সভাপতি সফিক উল্লাহ মিসলু, সমিতির  বর্তমান সভাপতি রশিদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি  নেতা শাহ মুনিম, বালাগঞ্জ ওসমানী  নগর এডুকেশন ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি   রবিন পাল, সাবেক সাধারণ সম্পাদক  ছাদ মিয়া, সাবেক সাধারণ  সম্পাদক মিজানুর রহমান মিরু, সমিতির সাধারণ  সম্পাদক আজাদুর রহমান আজাদ, বোয়ালজুর ডেভেলপমেন্ট  ট্রাস্টের সাবেক সভাপতি আনছার আলী, সাবেক সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, ট্রাস্টের সাবেক সাধারণ  সম্পাদক সাজ্জাদ  মিয়া, সমিতির সাবেক সহ সভাপতি  তালেব আলী,সমিতির সাবেক সাধারণ  সম্পাদক  আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ  সম্পাদক আব্দুল কদ্দুছ,  কমিউনিটি  নেতা শেখ কদ্দুছ, আবুল কালাম সেতু, আব্দুল হাসিম, শাহাব উদ্দীন শাবুল, ট্রেজারার বাবুল আহমদ কামালি, যুবনেতা ফয়ছল হোসেন সুমন, জনাব মাহমদ আলী, ও মাহবুবুর  রহমান সহ যুক্তরাজ্য বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রমুখ। 


উলখ্য, দানবীর মরহুম আব্দুল খালিক তালুদার, 

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বাদেহস্থিদূর গ্রামে এক মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্ম গ্রহণ করেন,দেশ স্বাধীনের পর বিলেতে পাড়ি জমান পরিবার  নিয়ে, গত ১২ সেপ্টেম্বর বৃহ:বার লন্ডনে ইন্তেকাল করেন।


 স্থানীয় আলেম হযরত মাওলানা  তাজুল ইসলাম, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।