Pages

Tuesday, October 8, 2024

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদার।



সঞ্জয় মালাকার- 

ইতিমধ্যেই শুরু হয়েছে হিন্দু ধর্মের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার আয়োজন, আড়ম্বর।

পুজা উপলক্ষে অনেকে হাটে বাজারে কেণাকাটায় ব্যস্ত।কেউ মন্দির সাজাতে,প্রতিমা বানাতে।এরই মধ্যে সব চাইতে বেশি ব্যস্ত তারা এই চিন্তায় যে, দেশের বর্তমান পরিস্থিতিতে আদৌ কি তারা শান্তিপূর্ণ ভাবে করতে পারবে মায়ের পুজা।

এই যখন পরিস্থিতি তখন হাটে বাজারে, পুন্ডা মন্ডবে নিয়মিত টহলে ব্যস্ত বাংলাদেশ সেনাবাহিনী র টিম।

৭অক্টোবর (সোমবার)  রাজনগর উপজেলার  একটি মন্দির পরিদর্শনে দেখা হয় বাহিনীর একটি টিমের সাথে।

কথা বলে জানা যায় উনারা হাইকমান্ডের  নির্দেশে ২৪ঘন্টা টিম ওয়ারী বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করছেন।শুধু মন্দির নয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যাতে সাধারণ জনতা ভীত না হয় সেজন্যে তারা হাটে বাজারে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলাতে নিয়োমিত টহল দিচ্ছেন। 

সেনাসদস্য জিয়া বলেন,দেশ রক্ষার জন্যে দেশের মানুষ,দেশের সংস্কৃতি রক্ষার জন্য আমরা সর্বদা সজাগ আছি।যেকোন পরিস্থিতিতে যাতে পুজা মান্ডবের সদস্যরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখেন তিনি সেই কথা বলেন।তিনি আরো বলেন আমরা সহজ যোগাযোগের জন্যে প্রতিটি মন্দিরে আমাদের জরুরি নাম্বার গুলা ইতিমধ্যে পৌছি দিয়েছি।

উল্লেখ্য, রাজনগর উপজেলার সকল হাটবাজার, পুজা মন্দির পরিদর্শন ও নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর ২০প্লাটুন সৈন্য নিয়োজিত আছেন।তারা ২৪ঘন্টা সৃঙ্খলা রক্ষায় ২৪ঘন্টা টহলে রয়েছেন।

সেনাসদস্য রা বলেন গুজবে,হুজুগে,আতঙ্কিত না হয়ে যেন স্বাভাবিক ভাবে পুজা করেন সকল হিন্দু জনগন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।


No comments:

Post a Comment