Pages

Saturday, December 13, 2025

ওসমান হাদির উপর হামলাকে কেন্দ্র করে মৌলভীবাজার সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার

 


 



নিউজ ডেস্ক

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার পর মৌলভীবাজারের সীমান্তগুলোতে টহল জোরদার ও তল্লাশি শুরু করেছে বিজিবি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর ) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী বিওপি সমূহে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেসব স্থানে অবৈধ ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়েছে।


বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment