নিউজ ডেস্ক
ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার পর মৌলভীবাজারের সীমান্তগুলোতে টহল জোরদার ও তল্লাশি শুরু করেছে বিজিবি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী বিওপি সমূহে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেসব স্থানে অবৈধ ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment