WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

মৌলভীবাজার ২(কুলাউড়া) আসনে মনোনয়ন দিলেন যারা।

  মৌলভীবাজার ২(কুলাউড়া) আসনে চলছে ভোটের দামামা: শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা..   আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন...

Life & style

Games

Sports

মৌলভীবাজার ২(কুলাউড়া) আসনে মনোনয়ন দিলেন যারা।

 মৌলভীবাজার ২(কুলাউড়া) আসনে চলছে ভোটের দামামা: শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা..



 

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ দিন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

দলীয় এবং জোটবদ্ধভবে চুড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন, শওকতুল ইসলাম শকু (বিএনপি),ইঞ্জিনিয়ার শাহেদ আলী (জামায়াতে ইসলামী),আব্দুল মালিক (জাতীয় পার্টি),মাওলানা আব্দুল কুদ্দুস (ইসলামী আন্দোলন বাংলাদেশ),সাদিয়া নওশীন তাসনিম চৌধুরী (বাসদ)

​এছাড়া স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন জাতীয় পার্টির সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাস খান, কাজী ফজলুল হক খান সাহেদ(আল ইসলাহ্) এবং জিমিউর রহমান ম্যান্ডেলা।প্রার্থীদের জনপ্রিয়তা এবং সমর্থনে জনমনে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার কুলাউড়ায় লড়াই হবে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আসন্ন ১২ ফেব্রুয়ারির গন্তব্যে পৌঁছাবে নির্বাচনী ট্রেন: এম নাসের রহমান..

  ‘সারাদেশ যেভাবে এই নির্বাচনী ট্রেনে সওয়ার হয়েছে, আমরা প্রত্যাশা করি এই ট্রেন নির্ধারিত স্টেশন অর্থাৎ ১২ ফেব্রুয়ারিতে তার গন্তব্যে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’ এই কথা বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন..


মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জনাব নাসের রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নির্বাচনী ট্রেন যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। দেশের মানুষ যেন নির্বিঘ্নে তাদের হারানো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি প্রত্যাশা করি, একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করছি, ১২ ফেব্রুয়ারি দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও সম্পূর্ণ কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ১৯৯১ ও ২০০১ সালের সেই নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আবারও ফিরে পেতে চাই।’

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘দেশের ভেতরে ও বাইরে দুটি শক্তি সক্রিয় রয়েছে। দেশের ভেতরের কিছু মানুষকে বাইরের অপশক্তি নির্বাচন বানচাল করার জন্য প্ররোচনা দিচ্ছে। ওসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেবে।’

নিজের বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাসের রহমান বলেন, ‘জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে মৌলভীবাজার ও রাজনগরের মানুষ ভালো জানেন। আমি বিশ্বাস করি, দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চিত এই অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে 'ধানের শীষের' পাশেই থাকবেন।’

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, ফয়সল আহমদ, মো. বদরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

ছাব্বিশের নির্বাচন আঠারো এর সাথে তুলনার সুযোগ নাই : জনাব আব্দুল মান্নান, মৌলভীবাজার ৩

আমরা যেইটা চাচ্ছি আর বর্তমান অন্তবর্তীকালীন প্রচেষ্ঠায় নির্বাচন সুষ্টু হবে ইনশাআল্লাহ। এই কথা বলেছেন জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার ৩ আসনের প্রার্থী জনাব আব্দুল মান্নান..



মৌলভীবাজার  জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


আগামী ১২ফেব্রুয়ারী যাতে একটি শান্তিপূর্ণ ফেয়ার নির্বাচন হয় সেইজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।


মৌলভীবাজারের প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী সন্তুষ্ট কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন,কিছু কিছু সমস্যা আমরা দেখছি এইটা অভিযোগ আকারে যাওয়ার মতো নয় বড় অঙ্কের কিছু নয় এখন পর্যন্ত।


আমরা এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। 


মনোনয়ন জমাদানকালে উনার সহযোগী হিসেবে মৌলভীবাজার সদর ও রাজনগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতার বাবা–চাচাকে কুপিয়ে খুন, আহত আরও ১

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

প্রতিকী ছবি

স্থানীয়রা বাসিন্দারা  জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত মো. জমির উদ্দিন (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। নিহত জামাল ও কাইয়ুম আপন ভাই।

নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা।

ওসমান হাদির উপর হামলাকে কেন্দ্র করে মৌলভীবাজার সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার

 


 



নিউজ ডেস্ক

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার পর মৌলভীবাজারের সীমান্তগুলোতে টহল জোরদার ও তল্লাশি শুরু করেছে বিজিবি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর ) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী বিওপি সমূহে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেসব স্থানে অবৈধ ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে, সেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়েছে।


বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা।

 নিউজ ডেস্ক



 মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৫ইং উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে চৌমোহনা চত্বওে ৯ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুরে। “উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে, দেশে দুর্নীতি কমবে” সংগঠনের শ্লোগানে ও “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মানবিক মর্যাদা বৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ সঞ্চলনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি পিন্টু দেব দেবনাথ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মঈনুল হক, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক আব্দুল মুকিদ, সাংবাদিক ফরিদুল ইসলাম ফৈরাজ, সাংবাদিক নাসরিন প্রিয়া, সাংবাদিক শাহ ফজলুর রহমান, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক সায়েক আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সোহেল হাকিম, আব্দুল কাইয়ুম সুলতান,সৈয়দ শায়েক আহমদ, আবু তালেব চৌধুরী, মানবাধিকারকর্মী রুমি বেগম প্রমুখ। বক্তারা বলেন- শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।  সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন। আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৫ইং উপলক্ষে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।  এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার লক্ষে সিলেট,মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কাজ করে আসছে।

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়।



নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের রাজনগর থানার নবাগত অফিসার ইন্চার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান রাজনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদেরস সাথে মতবিনিময় করেছেন । 


শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় রাজনগর থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ মোর্শেদুল হাসান খান রাজনগরের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ৩১ জানুয়ারি রাজনগর থানায় যোগদান করেছি, যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছি, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে নিয়ে সক্রিয় ভাবে মাঠে কাজ করছি। রাজনগর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে কাজ করলে সমাজ থেকে চুরি, ছিনতাই, জুয়াসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও তিনি বলেন, সেবাপ্রার্থীরা থানায় স্মার্ট পুলিশিং সেবা পাবে আমি থানায় সেবা দিতে এসেছি ।

 এ সময় উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক বিকাশ দাশ, সদস্য সচিব মোঃ মোস্তাফা বকস, সাবেক সহ-সভাপতি জাফর ইকাবাল, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।