মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
প্রতিকী ছবিস্থানীয়রা বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত মো. জমির উদ্দিন (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। নিহত জামাল ও কাইয়ুম আপন ভাই।
নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা।




No comments: