WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

» »Unlabelled » আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান মৌলভীবাজার পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।




নিউজ ডেস্ক 

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  সিলেট বিভাগীয় উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। 


বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) বিকাল থেকে জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের দায়িত্বে থাকা কমিটির সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনসার ও ভিডিপি সিলেট বিভাগীয় অফিসের উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান। 

এসময় তিনি পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে মোটিভেশনসহ আনসার সদস্যদের ডিউটির মান পর্যবেক্ষন করেন এবং দুর্গাপূজায় পূজান্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


পূজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফরিদ রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থরের আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ । 

প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  উপমহাপরিচালক  মোঃ জিয়াউল হাসান মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এবার দুই দিন আগে থেকেই পূজার নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।


উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬টি দুর্গা পূজাম-পে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৬ হাজার ২২৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply