WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

» »Unlabelled » মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলা ভাংচুর ও হাত ভাংলো শিশুর।



মৌলভীবাজার প্রতিনিধি : 

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় গত ১৭ ফ্রেব্রুয়ারী মৌলভীবাজার মডেল থানায়  মোঃ রাসেল (৩৭), পিতা-মৃত তৈয়ব মিয়া, সাং-জগন্নাথপুর, (১১নং ইউপি), থানা ও জেলা-মৌলভীবাজার বাদী হয়ে এলাকার জলিল মিয়া, ছামাদ মিয়া,শাহিদ মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন  গত ১৭/০২/২০২৪ ইং সকাল অনুমান ০৭.০০ ঘটিকা এবং একই তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিবাদীরা তার স্ত্রী রুবি বেগম এর যোগাযোগ সাজস ও পরামর্শক্রমে ঘটনার সময় ও তারিখে বাড়িঘরে হামলা ভাংচুর,লুটপাট করা হয়। তিনি আরো উল্লেখ করেন  বিবাদীরা মিলে তাহার বসত ঘরের ষ্টীলের আলমিরার ভিতর থেকে নগদ ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ৩ ভরি ওজনের স্বর্নালংকার যাহার মূল্য অনুমান ২,৪০,০০০/=টাকা চুরি করিয়া নিয়া  এবং তাহার বসত ঘরের বেলকুনির গ্লাস সহ বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করিয়া অনুমান ২০০০০/=টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মৃত তাজুল ইসলাম তজা এর পুত্র মিনহাজ মিয়ার বাম হাত ভেঙে যায়।  শিশুটি কেদে কেদে বলে আমি কি দোষ করলাম আমার হাত ভেঙে দিলো এরা সামনে আমার ক্লাস পরিক্ষা। 


এব্যপারে মৌলভীবাজার সদর মডেল  থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, আমরা এইঘটনার বিষয়টি তদন্ত করে দেখতেছি।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply