৭জুলাই রবিবার অনুষ্ঠিত হলো সনাতন হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা।সারাবিশ্বে যখন রথযাত্রায় মনের আনন্দে মাতোয়ারা হয়ে ভক্তগন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর প্রতিমূর্তি রথে করে নৃত্য কির্তনে মাতোয়ারা। নিয়তির পরিনামে তখন বাংলাদেশের বগুড়ায় ঘটে গেলো মর্মান্তিক বিদ্যু দূর্ঘটনাবিকেল সোয়া পাঁচটার বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা
।রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয় সোসাল মিডিয়ায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৩০ জনকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।অনেক ধর্মীয় চিন্তাবিদেরা বলছেন মঙ্গলের দিনে এমন অমঙ্গল হলো ঘোর কলির প্রভাব এবং মহাপ্রলয়ের অশনি সংক্ষেত।