WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

সিলেটে উদ্বোধন হলো সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম।


নিউজ ডেস্ক :

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিআরটিএ, সিলেটে সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম’র উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার বিআরটি ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছে। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণ ও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে  আজীবন পেনশন সুবিধা পাবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার নিশাত আনজুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ,  মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: হারুন-অর-রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম, এছাড়াও বিআরটিএ, সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএতে উদ্ভোধনকৃত এ বুথে সকল সেবা গ্রহীতাগণ অত্যান্ত সহজে রেজিস্ট্রেশন করে পেনশন কার্যক্রম শুরু করতে পারবেন। যার জন্য প্রতি কর্মদিবসে সকলা ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ সেবা চলমান থাকবে।-বিজ্ঞপ্তি

মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার কমিটি গঠন।

 


নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার (২০২৪-২৫) ১ বছরের কমিটি গঠন করা হয়েছে। 


সোমবার (২৫ মার্চ) মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদের স্বাক্ষরিত প্যাডে ফেরদৌস আহমেদ-কে সভাপতি ও শেখ সাদিকুর রহমান সায়েম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন, রিয়াজুল ইসলাম সহ-সভাপতি, মারুফ আহমেদ এসাম, জিসান আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীর হোসেন জায়েদ যুগ্ম-সাধারণ সম্পাদক ,জুমান আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক, শুভন আহমেদ,নাহিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক, শেখ আদনান আহমেদ নাবিল সহ সাংগঠনিক সম্পাদক।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জয় বলেন, প্রত্যেক'টি ওয়ার্ড পর্যায় থেকে আমরা স্বেচ্ছাসেবী তৈরি করছি,স্বেচ্ছাসেবীরা এই সমাজের প্রাণ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন রশিদ বলেন-এই সংগঠন শুধু রক্তদানে নয়,সমাজে'র যেকোনো দূর্যোগ এবং মাদক,জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রাখে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ মামুন আরো বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এখানে প্রায় ৩০০+ স্বেচ্ছাসেবী নিঃস্বার্থে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ভোরের চেতনা পত্রিকা'র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন



স্টাফ রিপোর্টার:-

ভোরের চেতনা পত্রিকা ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বীরগাঁও ইউপির সাংবাদিক মাও উসমান গনীর বাসায় এ অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। 

এসময় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি(সুনামগঞ্জ) তাজিদুল ইসলাম, পরিচালনা করেন শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি রুয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদিকুর রহমান বাছন, বিশেষ অতিথি শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হুসাইন, প্রভাষক মামুন আহমদ,সিমান্ত বার্তার প্রতিনিধি শিল্পী আহমদ উসমান,হাওড় বার্তার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক দেশচিত্রের প্রতিনিধি ইমরানুল হাসান, সকালের শিরোনামের প্রতিনিধি আবু তাহের ইমন, দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি সবিজ নুর সহ স্থানীয় রিপোর্টস ক্লাবের সদস্য প্রমূখ।

নবীগঞ্জের মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরন।



হবিগঞ্জ  জেলা প্রতিনিধি ;- 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামে মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগ্যে ওনার নিজ বাড়িতে ১৮ মার্চ রোজ সোমবার দুপুরে উপদেষ্টা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন (লন্ডন প্রবাসী) ও মোচ্ছাঃ শাহীদা খাতুন (লন্ডন প্রবাসী) সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।


  সংগঠনের উপদেষ্টা মণ্ডলীঃ কামাল হোসেন, জামাল হোসেন (লন্ডন প্রবাসী) রাহিদা খাতুন (লন্ডন প্রবাসী) ফাহমিদা খাতুন (লন্ডন প্রবাসী) সভাপতি সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাধারণ_সম্পাদক শাহিনুর হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র-সভাপতি মোঃ ইয়াহিয়া মিয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (তপু) সহ_সাধারন সম্পাদক মেহেদী হাসান (মুন্না) প্রচার সম্পাদক আলী আফসান(আলী) সহ_প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সিনিয়র সদস্য রিমন আহমেদ, শাহিন মিয়া, শাহ্ আলম,সেলু প্রমুখ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন ও মোচ্ছাঃ শাহীদা খাতুন সংগঠনের সকল কর্মীদের উপস্থিতে জানান আগামী কাল ইনাতগঞ্জ ইউনিয়ন এর উম্মর পুর ফুটবল খেলোয়াড়দের এক সেট জাসরী ও বানিউন্দ গ্রামের এক বৃদ্ধা অসহায় মা'কে বেট,বালিশ ও বেটসিট সহ ফুল সেট দেওয়া হবে এর‌ই ধারাবাহিকতায় আমাদের বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে মোঃ শহীদ বকসের হেট্রিক।

 

নিউজ ডেস্ক: এবার টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হলেন ছাত্রজীবন থেকে আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত থাকা, দুরদর্শী রাজনীতিবীদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, সমাজ সংগঠক ও রাজনগর উপজেলা সাংবাদিক নেতা মোঃ শহীদ বকস।পরিশ্রমী ও মেধাবী এ কর্মীকে তৃতীয়বারের মতো কমিটির সদস্য পদে স্বীকৃতি দেয়ায় দেশ নেত্রীকে অভিন্দন জানিছেন শহীদ বকসের শুভাকাঙ্খীরা।অনেকে উনার এই তৃতীয় বারের সফলতাকে হেট্রিক বলেও আখ্যা দিচ্ছেন।  ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য পদ লাভ করায় এলাকাবাসীর পক্ষ থেকে, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠের পক্ষথেকে উনাকে অভিনন্দন  জানানো হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শহীদ বকস বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে তৃতীয়বারের মতো সদস্য পদে নির্বাচিত করায় ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।তিনি আরো বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি জনগনের স্বার্থের রাজনীতি।বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগনের পাশে থেকে জনগনের জান মালের হেফাযতের জন্যে কাজ করে। আমি সকলের দোয়া এবং সহযোগীতা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে, দেশনেত্রী আমাকে মানবতার কল্যাণে কাজ করার যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করে যাবো।উল্লেখ্য মোঃ শহীদ বকস রাজনীতির পাশাপাশি রাজনগর উপজেলার সাংবাদিকদের  দায়িত্বশীল সংগঠন রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।উনার সার্বিক সহযোগীতায় সাংবাদিকদের কাজের গতির উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।