হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামে মরহুম আব্দুল মোসাব্বির ট্রাস্ট উদ্দোগ্যে ওনার নিজ বাড়িতে ১৮ মার্চ রোজ সোমবার দুপুরে উপদেষ্টা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন (লন্ডন প্রবাসী) ও মোচ্ছাঃ শাহীদা খাতুন (লন্ডন প্রবাসী) সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীঃ কামাল হোসেন, জামাল হোসেন (লন্ডন প্রবাসী) রাহিদা খাতুন (লন্ডন প্রবাসী) ফাহমিদা খাতুন (লন্ডন প্রবাসী) সভাপতি সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাধারণ_সম্পাদক শাহিনুর হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র-সভাপতি মোঃ ইয়াহিয়া মিয়া, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান (তপু) সহ_সাধারন সম্পাদক মেহেদী হাসান (মুন্না) প্রচার সম্পাদক আলী আফসান(আলী) সহ_প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সিনিয়র সদস্য রিমন আহমেদ, শাহিন মিয়া, শাহ্ আলম,সেলু প্রমুখ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোচ্ছাঃ সুজাতা খাতুন ও মোচ্ছাঃ শাহীদা খাতুন সংগঠনের সকল কর্মীদের উপস্থিতে জানান আগামী কাল ইনাতগঞ্জ ইউনিয়ন এর উম্মর পুর ফুটবল খেলোয়াড়দের এক সেট জাসরী ও বানিউন্দ গ্রামের এক বৃদ্ধা অসহায় মা'কে বেট,বালিশ ও বেটসিট সহ ফুল সেট দেওয়া হবে এরই ধারাবাহিকতায় আমাদের বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
No comments: