আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ দিন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় এবং জোটবদ্ধভবে চুড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন, শওকতুল ইসলাম শকু (বিএনপি),ইঞ্জিনিয়ার শাহেদ আলী (জামায়াতে ইসলামী),আব্দুল মালিক (জাতীয় পার্টি),মাওলানা আব্দুল কুদ্দুস (ইসলামী আন্দোলন বাংলাদেশ),সাদিয়া নওশীন তাসনিম চৌধুরী (বাসদ)
এছাড়া স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন জাতীয় পার্টির সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাস খান, কাজী ফজলুল হক খান সাহেদ(আল ইসলাহ্) এবং জিমিউর রহমান ম্যান্ডেলা।প্রার্থীদের জনপ্রিয়তা এবং সমর্থনে জনমনে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার কুলাউড়ায় লড়াই হবে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।








