WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

» »Unlabelled » রাজনগরের মুন্সীবাজারে ছুরিকাঘাতে সিএনজি ড্রাইভার নিহত।



আজ ২৫ফেব্রুয়ারী পবিত্র শব ই বরাত।ইসলাম ধর্মের মানুষের জন্যে একটি মহা পবিত্র দিন।আজকের দিনে ঘটলো হত্যার মতো ঘৃনিত কর্মকান্ড।

 রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারের উত্তর বাজার সিএনজি ষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির নিয়ে ছুরিকাঘাতে ছওয়াবী নামক এক সিএনজির ড্রাইবের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক ছওয়াব আলীকে  ছুরিকাঘাত করে সোনাটিকী গ্রামের সাবেক মেম্বার সৈয়দ মনাফ আলী (গেদু) মিয়ার ছেলে কুহিনির।

ছুয়াব আলী  মুন্সীবাজারের গয়াসপুর গ্রামের এক দিন দরিদ্র পরিবারের সন্তান। সে সিএনজি চালিয়ে পরিবার নিবাহ করতো। ছুয়াব আলী মুন্সীবাজার খুবই পরিচিত মুখ। সে সভার সাথে মিলে মিশে চলাপেরা করতো। এ নিয়ে মুন্সীবাজার সিএনজি এসোসিয়েশন মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছওয়াব আলীর বয়স অনুমানিক ৪২/৪৩ হবে।  ঘাতকের চুরিকাঘাতে ঘটনাস্থলে তার অবস্থা বেগতিক ছিল। হাসপাতালে নেওয়ার পথেই সে নিহত হয় বলে জানা যায়। তার অকাল মৃত্যুতে এমন নেক্কারজনক ঘটনায়  শোকাহত মুন্সীবাজারের সাধারন মানুষ। মুন্সীবাজার সিএনজি চালক মালিক সমিতি এ ঘটনার তির্ব নিন্দা ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। 

মুন্সী বাজার সিএনজি চালক সমিতি আগামীকাল সন্ধায় প্রতিবাদ সভার আয়োজন করেছে। 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply