WHAT’S HOT NOW

ads header

Business

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Life & style

Games

Sports

» »Unlabelled » প্রবাসী আব্দুল খালিক তালুকদার স্মরণে শোক সভা।





নিউজ ডেস্ক 

যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন প্রবাসি বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপ্টমেন্ট ট্রাষ্ট ইউকের প্রতিষ্টাকালিন সাবেক সভাপতি যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি  নেতা ও শিক্ষা অনুরাগী দানবীর  মরহুম আব্দুল খালিক তালুকদার  স্বরনে শোক সভা ও দোয়া মহফিল  (১ অক্টোবর) মঙ্গলবার লন্ডনের একটি হলে অনুষ্টিত হয়েছে।


সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর  ইউনিয়ন  ডেভেলপমেন্ট  ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব  মোতাহির আলী ( সোহেলের) সভাপতিত্বে  ও সাদারন সম্পাদক সেলিম আহমদ (লুদুর) সঞ্চালনায়  এবং মাওলানা  শাহানুর আহমেদর পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্টিত স্বরন সভায় মরহুমের  স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ ব্যাক্তিত্ব হাজি আপ্তাব আলী, বালাগঞ্জ ওসমানী  নগর এডুকেশন ট্রাষ্টের সাবেক সিনিয়র সহসভাপতি হাজি জয়নাল আবদিন বালাগঞ্জ-ওসমানী  নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি  আনহার মিয়া বালাগঞ্জ ওসমানী  নগর সমিতির সাবেক সভাপতি  আব্দুল গফুর, বালাগঞ্জ ওসমানী  নগর সমিতির সাবেক সভাপতি  নুর আলী,  সাবেক সভাপতি অধক্ষ্য মাসুদ আহমদ,   সাবেক সভাপতি সফিক উল্লাহ মিসলু, সমিতির  বর্তমান সভাপতি রশিদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি  নেতা শাহ মুনিম, বালাগঞ্জ ওসমানী  নগর এডুকেশন ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি   রবিন পাল, সাবেক সাধারণ সম্পাদক  ছাদ মিয়া, সাবেক সাধারণ  সম্পাদক মিজানুর রহমান মিরু, সমিতির সাধারণ  সম্পাদক আজাদুর রহমান আজাদ, বোয়ালজুর ডেভেলপমেন্ট  ট্রাস্টের সাবেক সভাপতি আনছার আলী, সাবেক সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, ট্রাস্টের সাবেক সাধারণ  সম্পাদক সাজ্জাদ  মিয়া, সমিতির সাবেক সহ সভাপতি  তালেব আলী,সমিতির সাবেক সাধারণ  সম্পাদক  আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ  সম্পাদক আব্দুল কদ্দুছ,  কমিউনিটি  নেতা শেখ কদ্দুছ, আবুল কালাম সেতু, আব্দুল হাসিম, শাহাব উদ্দীন শাবুল, ট্রেজারার বাবুল আহমদ কামালি, যুবনেতা ফয়ছল হোসেন সুমন, জনাব মাহমদ আলী, ও মাহবুবুর  রহমান সহ যুক্তরাজ্য বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রমুখ। 


উলখ্য, দানবীর মরহুম আব্দুল খালিক তালুদার, 

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বাদেহস্থিদূর গ্রামে এক মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্ম গ্রহণ করেন,দেশ স্বাধীনের পর বিলেতে পাড়ি জমান পরিবার  নিয়ে, গত ১২ সেপ্টেম্বর বৃহ:বার লন্ডনে ইন্তেকাল করেন।


 স্থানীয় আলেম হযরত মাওলানা  তাজুল ইসলাম, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply